Thursday, October 23, 2025
বাংলা: | হিজরি:
Thursday, October 23, 2025
বাংলা তারিখ: | হিজরি তারিখ:
Google search engine
Google search engine
হোমরাজনীতিবিএনপি ক্ষমতায় এলে নারীরা হবে নিরাপদ ও মর্যাদাবান — আজহারুল ইসলাম মান্নান

বিএনপি ক্ষমতায় এলে নারীরা হবে নিরাপদ ও মর্যাদাবান — আজহারুল ইসলাম মান্নান

Google search engine

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “বর্তমান স্বৈরাচারী সরকারের আমলে দেশের হাজারো মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। কারও স্বামী, ভাই বা সন্তান গুম হয়েছেন, কেউ হারিয়েছেন জীবনের নিরাপত্তা। বিএনপি জনগণের দল— আমরা ক্ষমতায় এলে আর কোনো মা-বোনকে নির্যাতনের শিকার হতে হবে না। দেশের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার ফিরিয়ে আনাই আমাদের অঙ্গীকার।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় এসে নারীদের আত্মনির্ভরশীল করতে কাজ করব। তাদের জন্য সুরক্ষিত কর্মসংস্থান, ন্যায়বিচার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। বাংলাদেশকে আবারও একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।

পিরোজপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম মান্নানের মেয়ে মারিয়া ইসলাম মুন্নি ও পুত্রবধূ সাদিয়া ইসলাম জুঁই।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হান্নান বেপারী, ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নোবেল মীর, রাকিব হাসান, মাসুম রানা, আলিনুর বেপারী, মোহাম্মদ শাহানুর, হাসান বশরী, রিপন বেপারী, আল-আমিন বেপারী, মাসুদ বেপারীসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নারী সমাজের নিরাপত্তা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে অবিরাম কাজ করে যাচ্ছে। তারা সরকারের নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। পরে নারী ভোটারদের মধ্যে দলীয় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments