নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে সোনারগাঁয়ে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয় সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউ টাউন এলাকায়।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন এস এম ওয়ালিউর রহমান আপেল। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
মেঘনা নিউ টাউনের বিভিন্ন সড়ক, দোকানপাট ও আবাসিক এলাকায় সাধারণ জনগণের হাতে হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট পৌঁছে দেওয়া হয়।
লিফলেট বিতরণকালে বক্তারা বলেন,তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা। জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এই কর্মসূচিই ভবিষ্যৎ বাংলাদেশের পথনির্দেশনা।”
স্থানীয় নেতৃবৃন্দ জানান, এই প্রচারণার মূল লক্ষ্য হলো জনগণের মাঝে বিএনপির রাষ্ট্র সংস্কার কর্মসূচির বার্তা ছড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষের মতামত গ্রহণ করা।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, তারেক রহমানের এই ৩১ দফা কর্মসূচি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।