নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।নিহত আবু হানিফ খুলনার বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি খানপুর এলাকার একটি ভবনের দারোয়ান হিসেবে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়িতে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের এক ভাড়াটিয়ার ১১ বছরের মেয়েকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ ওঠে হানিফের বিরুদ্ধে। রোববার রাতে শিশুটি বিষয়টি তার মাকে জানায়। পরে সোমবার দুপুরে মা ঘটনাটি স্থানীয়দের জানালে কয়েকজন যুবক হানিফকে ধরে খানপুর জোড়া ট্যাংকি এলাকায় নিয়ে যায় এবং মারধর করে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে বিকেল ৩টার দিকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শাহাদাৎ হোসেন জানান, রোগীর হাতে-পায়ে আঘাতের চিহ্ন ছিল। তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও সঙ্গে থাকা যুবকেরা তাঁকে ফেলে চলে যায়। পরে রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভগ্নিপতি মোহাম্মদ ইব্রাহিম অভিযোগ করে বলেন, “অভির নেতৃত্বে কয়েকজন যুবক আমার শ্যালককে ধরে নিয়ে যায় এবং সেখানে মারধর করে। আমাকেও চড়-থাপ্পড় মারা হয়। পরে তাঁরা হানিফকে অন্যত্র নিয়ে যায়। রাতে হাসপাতালে গিয়ে দেখি তিনি মারা গেছেন।”
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “হানিফকে মারধরের ঘটনা শুনেছি। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
ওসি আরও জানান, “ধর্ষণ বা ধর্ষণচেষ্টার অভিযোগ এখনো আমরা পাইনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।”