নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁওয়ে মাঠে নেমেছে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ অক্টোবর ) বিকেলে সাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান এর নির্দেশে এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
সোনারগাঁও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা,উপজেলা মহিলা দলের নেত্রী রাবিয়া ও নিলুফা আক্তারসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানোর রূপরেখা। বিএনপি জনগণের দল, আর গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণের সাথেই বিএনপি থাকবে।
লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ সরকারের দমননীতি ও জনগণের ভোটাধিকার হরণের প্রতিবাদ জানান এবং আসন্ন গণআন্দোলনে সবাইকে একযোগে অংশগ্রহণের আহ্বান জানান।