নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁ উপজেলার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন আদর্শ বিদ্যানিকেতন-এ অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শনিবার (১৮ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপি’র সভাপতি জনাব মোঃ শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাফির উদ্দিন মজনু ও জনাব কবির হোসেন যুগ্ম আহবায়ক পৌর বিএনপি, মোঃ আতাউর রহমান, এছাড়াও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের নতুন প্রজন্ম যদি সুশিক্ষায় শিক্ষিত ও খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহী হয়, তবে দেশ এগিয়ে যাবে উন্নতির পথে।”
তিনি আরও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। সততা, নৈতিকতা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব দর্শকদের মুগ্ধ করে তোলে।