নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিক—দল, মত, ধর্ম নির্বিশেষে—নিজ নিজ ঘরে নিরাপদে বসবাস করতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, এডুকেশন সোসাইটির পরিচালক এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
শনিবার (২০ অক্টোবর) সকালে তিনি সোনারগাঁ উপজেলার উদ্ববগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। জনগণের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তিনি জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা, পি আর পদ্ধতির প্রয়োজনীয়তা এবং জুলাই সনদের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ চলাকালে প্রিন্সিপাল ড. ইকবাল বলেন,
> “জামায়াতে ইসলামী সব সময় ন্যায়, সত্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, আল্লাহভীতির ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রেই নাগরিকদের নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তি নিশ্চিত করা সম্ভব।”
এ সময় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, তরুণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে তিনি সৌজন্য বিনিময় করেন এবং জনগণের সমস্যা শোনেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা, পৌরসভা সহসভাপতি মেহেদী হাসান, উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. তোফাজ্জল হোসেন, পৌরসভা সেক্রেটারি মাওলানা মো. হোসাইন, সহসেক্রেটারি সৌরভ হোসাইন, প্রচার সম্পাদক ইবনে ফাহাদ রনি, জামায়াত নেতা ডা. হারুন অর রশিদ, রুবায়েত হাসান রাকিব, মো. শামীম হোসেন, ৮নং ওয়ার্ড সভাপতি মোকলেছুর রহমান পারভেজ, সাকিল হোসেনসহ আরও অনেকে।
গণসংযোগ শেষে প্রিন্সিপাল ড. ইকবাল স্থানীয়দের মাঝে শান্তি, উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় জামায়াতের অঙ্গীকার তুলে ধরেন।